আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপহরনের পর মুক্তিপনের ১০ লাখ টাকা না পেয়ে রূপগঞ্জে ৩ বছরের কণ্যা শিশুকে শাস্বরোধে হত্যা করেছে অপহরনকারীরা

অপহরনের পর

অপহরনের পর
রূপগঞ্জ(নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরনের পর মুক্তিপনের ১০ লাখ টাকা না পেয়ে জুই আক্তার নামে ৩ বছরের এক কণ্যা শিশুকে হত্যা করেছে অপহরনকারীরা। শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া এলাকার ওই শিশুর বাড়ির পিছন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জুঁই আক্তারের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। জুঁই আক্তার উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
এদিকে, নিহতের স্বজনরা ও স্থানীয়রা জুঁই আক্তারের হত্যাকারীদের খুজে বের করে সর্বোচ্চ শাস্তি ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় বিক্ষোভ মিছিলটি টেকপাড়া এলাকাসহ আশপাশের এলাকা প্রদক্ষিন করেন।
ওই শিশুর বাবা আনোয়ার হোসেনের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক জানান, জুঁই আক্তার গত বৃহস্পতিবার সকাল থেকে জুঁই আক্তার বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোজাখুজির পর না পেয়ে এলাকায় মাইকিং ও জুই আক্তারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জুই আক্তারের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।
বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে অপহরনকারীরা আনোয়ার হোসেনকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন। অপহরনকারীরা মুক্তিপনের টাকা নিয়ে কমলাপুর রেলওয়ের স্টেশনের যেতে বলেন। অপহরনের ঘটনা পুলিশকে জানালে জুঁই আক্তারকে মেরে ফেলবে বলে অপহরনকারীরা হুমকি ধামকি প্রদান করেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিবারের লোকজনের সঙ্গে অপহরনকারীদের ৫ লাখ টাকায় রফাদফা হয়। শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া এলাকায় আনোয়ার হোসেনের বাড়ির সামনে জুঁই আক্তারের লাশ হাতপা বাঁধা অবস্থায় বস্তাবন্ধী লাশ পরে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করেন। পুলিশের  ধারনা, মুক্তিপনের টাকা না পেয়ে জুই আক্তারকে নিজ বাড়ির সামনে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মুক্তিপনের টাকা না পেয়ে অপহরনকারীরা জুঁই আক্তারকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।