আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিম জং উনের আমন্ত্রণে উ. কোরিয়া সফরের কথা ভাবছেন পোপ

কিম জং উনের

কিম জং উনের
আন্তর্জাতিক ডেস্ক : কিম জং উনের আমন্ত্রণে উত্তর কোরিয়া সফরের কথা ভাবছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে তার কাছে কিমের আমন্ত্রণ পৌঁছে দেন। গত মাসে আন্তঃকোরীয় সম্মেলনে মুনকে পোপের সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছিলেন কিম। বলেছিলেন, এই বার্তাটি যেন তিনি পৌঁছে দেন। মুনও পোপের কাছে পৌঁছে দিয়েছেন সেই আমন্ত্রণবার্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত বৃহস্পতিবার ভ্যাটিকানে ৩৫ মিনিট বৈঠকে করেন পোপ ও মুন। সেখানে পোপ ফ্রান্সিস কোরীয় উপদ্বীপে শান্তি আলোচনার প্রশংসা করে বলেন, ‘সামনে এগিয়ে যান, থামবেন না, ভয় পাবেন না।’ পোপ ফ্রান্সিস যদি এই আমন্ত্রণ গ্রহণ করেন তবে তিনিই হবেন উত্তর কোরিয়া সফরে যাওয়া প্রথম পোপ। উত্তর কোরিয়াতে সাধারণত কোনও পাদ্রী স্থায়ীভাবে থাকতে পারেন না। আর দেশটি কত শতাংশ মানুষ ক্যাথলিক তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য নেই। পোপের সঙ্গে দেখা হলে সেটা হবে কিম জংয়ের কূটনৈতিক পদক্ষেপ দারুণ অর্জন। এবছরই তিনি দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ ছাড়া একাধিক বৈঠক করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গেও।