আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুনিরা রাজনৈতিক দুর্যোগ সৃষ্টির চেষ্টা করছে: এমপি গাজী

খুনিরা রাজনৈতিক দুর্যোগ

খুনিরা রাজনৈতিক দুর্যোগ

নবকুমার:

রূপগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শনিবার ১৩ অক্টোবর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১  আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।

জাতীয় দুর্যোগ প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, প্রাকৃতিক দুর্যোগ এখন রাজনৈতিক দুর্যোগে রূপ নিচ্ছে। একুশে আগস্টের খুনি তারেক রহমান বাংলাদেশ আবার রাজনৈতিক দুর্যোগ সৃষ্টির চেষ্টা করছে। তারা সেনাপ্রধানকে নিয়ে বিরুপ মন্তব্য করছে।

বিএনপির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, কোন খুনিদের সাথে জাতীয় ঐক্য হতে পারে না। ঐক্য প্রতিষ্ঠায় নীতি আদর্শ থাকতে হয় কিন্তু সেই আদর্শ বিএনপির মধ্যে নেই। তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

কন্যা সন্তান দিবস প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে । তাদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। সকল নারীদের ইভটিজিং  এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

স্যানিটেশন দিবস প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ৯৮ ভাগ মানুষ স্যানিটেশন ব্যবহার করে। আমাদের পানি দূষণ রোধ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন ও  কন্যা সন্তান দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা মিলনায়তন থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা প্রমুখ।