আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি একটি সন্ত্রাসী দল: কাদের

বিএনপি একটি

বিএনপি একটি

নিজস্ব প্রতিবেদক:

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন ‘২১ আগস্ট নৃশংস হত্যা মামলার রায়ের পর বিএনপি যে একটি সন্ত্রাসী দল, তা প্রমাণিত হয়েছে।’

আজ শুক্রবার সকাল ১১টায় পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা অংশের কাজের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন , ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, ২১ আগস্ট নৃশংস হত্যা মামলার রায়ের পর, বিএনপি এখন একটি সন্ত্রাসী দল, তা প্রমাণিত হয়েছে। তারা আগেও কানাডার আদালতে টেররিস্ট দল হিসেবে আখ্যা পেয়েছে। এখন বাংলাদেশের আদালতেরও এই মামলার রায়ের পর বিএনপি একটি কিলার সংগঠন, ভায়োলেন্সের সংগঠন, একটি টেররিস্ট অর্গানাইজেশন, এটা এখন প্রমাণ হয়ে গেছে।’

মন্ত্রী আরো বলেন, ‘কানাডার আদালতের রায় এবং বাংলাদেশের আদালতের রায়ে এটা প্রমাণিত যে এটি (বিএনপি) একটি সন্ত্রাসী সংগঠন।’

ওবায়দুল কাদের এ সময় পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার অগ্রগতি পরিদর্শন করেন। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর সফর করবেন। এ সফরে তিনি নানা কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতিও পরিদর্শন করবেন। সেদিন বিকেলে মাদারীপুরে জনসভায় বক্তব্য দেবেন।

সর্বশেষ সংবাদ