আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা নদীতে মা-ইলিশ ধরার অভিযোগে আড়াইহাজারে ২ জলেকে কারাদন্ড, ১৫ হাজার মিটার জাল জব্দ

কারাদন্ড

কারাদন্ড

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার ভোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা-ইলিশ ধরার অভিযোগে দুই জেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জলপাড়া কান্দাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও নয়াপাড়া গ্রামের হযরত আলী।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম জানান, বুধবার ভোরে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ উপজেলার বিশনন্দী ফেরীঘাট থেকে খাগকান্দায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় নদী থেকে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পঞ্চাশ কেজি মা ইলিশ জব্দসহ দুই জেলেকে গ্রেফতার করে। পরে আটককৃতদের প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আঃ জলিল জানান, ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ ব্যাপারে মাইকিং ও করা হয়েছে। আইন ভঙ্গ করে ইলিশ মাছ শিকার করার অপরাধে তাদেরকে গ্রেফতার ও জাল সহ মাছ গুলো জব্দ করা হয়। সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।