নবকুমার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা আর ওঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বিশিষ্ট নারী নেত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।
গতকাল সোমবার বিকেলে তারাব পৌরসভার ৩ নং ওয়ার্ড কর্ণগোপে ভোটারদের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকার পক্ষে গণসংযোগ করেন তিনি। গণসংযোগে শত শত মানুষের ঢল নামে। ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগের নেতাকর্মীরা নানা ধরণের শ্লোগানে মুখোরিত করে তোলে।
তিনি স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হাছিনা গাজী বলেন, বিএনপি জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশে আবার জঙ্গীবাদের উত্থান হবে । হওয়া ভবনের মাধ্যমে লুটপাট করবে। দেশের মানুষকে পুড়িয়ে মারবে। গ্রেনেড হামলা করবে। বাংলাদেশকে মিনি পাকিস্থান বানাবে।
বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ বহি:বিশ্বে মানবিক রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। পদ্মাসেতু নিজস্ব অর্থায়ানে দৃশ্যমান হচ্ছে।বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি ভাতা প্রদান করা হচ্ছে । মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে বিপ্লাব ঘটেছে।বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছিলো। এখন বিএনপির খুনিরা বিদেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য মিথ্যাচার করছে।
রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে হাছিনা গাজী বলেন, আপনাদের গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে প্রায় ৩ হাজার ২শ কোটি টাকার উন্নয়ন হয়েছে।ভূলতা ফ্লাইওভার নির্মান কাজ শেষের দিকে। মুড়াপাড়ায় শীতলক্ষা সেতু নিমান হয়েছে। একটি স্কুল এবং মুড়াপাড়া কলেজ সরকারি করন করা হয়েছে। রাস্তাঘাট পাকা হয়েছে। প্রত্যেকটা স্কুল-কলেজ,মসজিদ ,মাদ্রাসা, মন্দিরের একটি করে নতুন ভবন নির্মাণ হয়েছে।
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান মেয়র হাছিনা গাজী।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভূইয়া, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,যুবলীগের দপ্তর সম্পাদক বি.এম তৌহিদুল ইসলাম রিপন, কাউন্সিলর রাসেল শিকদার, রফিকুল ইসলাম মনির, আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, লায়লা পারভিন, তারাব পৌরসভার যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অলি উল্লাহ মিজি, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনারা, তারাব পৌরসভার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিল্পী আহমেদ।