আজ বৃহস্পতিবার, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হুঙ্কার দিয়ে স্ত্রীসহ ড. কামাল হোসেনের দেশ ত্যাগ

সংবাদচর্চা রিপোর্ট:

আন্দোলনের হুঙ্কার দিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন দেশ ত্যাগ করে  থাইল্যান্ড গেছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

থাইল্যান্ড যাত্রায় সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী হামিদা হোসেনও রয়েছেন। গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঐক্য প্রক্রিয়ার নেতা মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।