নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, আমাদের পরিবার নিয়ে যারা খেলছে তাদের কোন ছাড় দেওয়া হবে না। আমরা জানি কারা খেলছে। আজমেরী ওসমান আমার জান। ভাবী আমার মায়ের মত। যারাই আমার পরিবার নিয়ে লেখছেন তাদের কোন ছাড় দিব না। আমরা দুই ভাই (সেলিম ওসমান ও শামীম ওসমান) মাঠে নামবো। দেখবো তখন কে কত খেলতে পারেন।
তিনি আরো বলেন, কেউ কেউ পেছন থেকে কলকাঠি নাড়তাছেন। এসব বন্ধ করেন। আপনারা এখনো সেলিম ওসমানকে দেখেন নাই। আমি ওসমান পরিবারের সবচেয়ে খারাপ ছেলে। রাজনীতি কি জিনিস আমি তা জানি। আমি সহজে কিছু বলি না। কিন্তু ধৈর্যের বাধ ভেঙে গেলে আমার মতো কঠোর আর কেউ হতে পারে না। আমি অনেক মাফ করেছি আর করবো না। আমার পরিবারকে নিয়ে যারা খেলছেন তারা আর খেইলেন না। সেলিম ওসমান অনেক কিছু জানে। খবর আছে, এটা মুক্তিযোদ্ধার হাত।
বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে জাতীয়
পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সেলিম ওসমান এসব কথা বলেন।
উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, সানাউল্লাহ সানু প্রমুখ।
প্রসঙ্গত আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশা করেছেন প্রয়াত এমপি নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান। এছাড়া মনোনয়ন প্রত্যাশা করছেন বর্তমান এমপি সেলিম ওসমানও।
১৭ সেপ্টেম্বর মতবিনিময় সভায় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ আমাকে ডেকে বলেছেন, তুমি মাঠে নামো, কাজ করো। আমি শুধু তার আদেশটাই মেনেছি, এর বেশি কিছু আমি বলি নাই। আমি আশা করি তিনি আমাকে মনোনয়ন দিবেন। পার্টির চেয়াম্যান আদেশ দিয়েছেন বলেই মাঠে নেমেছি।
এদিকে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন সেলিম ওসমান। সেদিন তিনি বলেন, গত ৪ বছরে আমার ও খোকার (নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা) কিছু ভুল ত্রুটি হয়েছে আমরা মানছি। আমরা কথা দিচ্ছি সেই ভুল ত্রুটি সংশোধন করে সামনে এগিয়ে যাবো। আমি রাজনীতিতে প্রবেশ করবো তা কখনোই চিন্তা করিনি কারণ আমি রাজনীতিবিদ না। আমি একজন ব্যবসায়ী। আমি কেবল নাসিম ওসমানের স্থানে প্রক্সি দিতে এসেছি। তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে এসেছি। আমি এখনো কোন জায়গায় ঘোষণা দেই নাই যে আমি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবো। আপনারাই সিদ্ধান্ত দিবেন আমরা নির্বাচন করবো কি করবো না। আমরা দলের ও এলাকার মানুষের সমর্থন চাইব।
তিনি বলেন, যদি আপনারা ৩০০ আসনে লড়াই করতে চান তাহলে জাতীয় পার্টিকে মহাশক্তিতে রূপান্তরিত করতে হবে। অতীত নিয়ে আর সামনে ঝগড়া করব না। জাতীয় পার্টির যে কোন সিদ্ধান্ত আমাদের সম্মান আদায় করেই তা গ্রহণ করতে হবে।