আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ , ধরিয়ে দিতে পারলে পুরস্কার

সিদ্ধিরগঞ্জে পুলিশের শীর্ষ

সিদ্ধিরগঞ্জে পুলিশের শীর্ষ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে ১৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম ছবি ও ঠিকানা সমন্বয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের এসও রোডের ঈদগাহ ময়দানে সিদ্ধিরগঞ্জ থানার আয়োজিত মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধ কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এ তালিকা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। এ সময় পুলিশের এ তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ীদের ধরিয়ে বা সন্ধান দিতে পারলে ৫ থেকে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হবে জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ১ম ধাপের তালিকায় শীর্ষ ১৪ মাদক ব্যবসায়ীর হল, সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত আবেদ আলীর ছেলে রুপচান, সানারপাড় নিমাইকাশারী এলাকার জাকির হোসেনের স্ত্রী বানেছা বেগম, আদমজী সুমিলপাড়া এলাকার মৃত মতিউরের স্ত্রী কালী ওরফে জোহারা, গোদনাইল রসুলবাগ এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসেন, সিদ্ধিরগঞ্জ উওর আজিবপুর এলাকার নাছিরের স্ত্রী মাজেদা, গোদনাইল আরামবাগ এলাকার তমিজউদ্দিন মুন্সির ছেলে শাহজাহান সরকার ওরফে সাজু, নয়াআটি মুক্তির নগর এলাকার এন্তাজ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব, পাইনাদী রেকমত আলী স্কুল এলাকার আব্দুল খালেক ড্রাইভারের ছেলে মোস্তফা, মধ্য সানারপাড় এলাকার মাদক ব্যাবসায়ী রুপচানের স্ত্রী নুরুন্নাহার, নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত মিলনের ছেলে রাজু, সিআই খোলা এলাকার ইলিয়াস হোসেনের ছেলে হৃদয়, মাদানী নগর এলাকার শুক্কুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম, মিজমিজি দক্ষিনপাড়া এলাকার মৃত বশিরউদ্দিনের ছেলে ডিবি পুলিশের সোর্স আশরাফ উদ্দিন ওরফে সোর্স আশরাফ ও সানারপাড় এলাকার রাজা মিয়ার ছেলে রফিকুল ইসলাম।