আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লামায় এশিয়া মহাদেশের বৃহত্তম সুবিধা বঞ্চিত শিশুদের খেলার মাঠ উদ্বোধন করলেন এমপি গাজী

বান্দরবানের লামায়

বান্দরবানের লামায়

সংবাদচর্চা রিপোর্ট: স্ব-পরিকল্পনা ও স্ব-অর্থায়নে সৃষ্টির সেবার এক সংঘবদ্ধ প্রয়াস কোয়ান্টাম ফাউন্ডেশন। মানবতা যেখানে বিপন্ন, সেবার যে খাত অবহেলিত, ফাউন্ডেশনের বিচরণ সেখানে অবধারিত। কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বান্দরবানের লামায় এশিয়া মহাদেশের বৃহত্তম অনাথ ও অসহায় শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের সহ- প্রতিষ্ঠাতা, মৌসুমী ইন্ড্রাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান মরহুম কাজী মাহতাবউদ্দিন আহম্মদের নামে খেলার মাঠ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
এসময় গোলাম দস্তগীর গাজী বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে । সেটা পাহাড়ে কি পর্বতে, আকাশে কি সমুদ্রে , সর্বত্র তার উন্নয়নের ছোয়া। তিনি যেভাবে করেছেন সমুদ্র জয়,তেমনি আকাশে উড়িয়েছেন বোয়িং ৭৮৭/৮ আকাশবীণা । সর্বত্র তার উন্নয়নের ছোয়া। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

সোমবার বেলা ১১টার দিকে লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের নিজস্ব মাঠে হেলিকপ্টারে করে পৌঁছেন এমপি গোলাম দস্তগীর গাজীসহ পাঁচজনের একটি দল। দলে ছিলেন প্রয়াত ব্যবসায়ী মাহতাব উদ্দিন আহমেদের কন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ প্রকৌশল বিভাগের প্রভাষক সানিয়া বিনতে মাহতাব, সাংবাদিক অঞ্জন রায়সহ অন্যরা। এসময় তারা কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তারা কোয়ান্টাম ফাউন্ডেশনের আরোগ্যশালা, অতিথিশালা, গ্রাউন্ড মাহতাবান, ভ্যালি হিকমানসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
কোয়ান্টামের সহ প্রতিষ্ঠাতা মরহুম ব্যবসায়ী মাহতাব উদ্দিন আহমেদের কন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ প্রকৌশল বিভাগের প্রভাষক সানিয়া বিনতে মাহতাব গাজী বলেন- আমার বাবার স্বপ্ন ও ভালোবাসা দিয়ে এই কোয়ান্টাম প্রতিষ্ঠিত । তার ছোয়া কোয়ান্টামের প্রতিটি জায়গায় অনুভব করতে পারি। তাই তার অসমাপ্ত কাজ শেষ করতে আজও এই পাহাড়ে ছুটে আসি।

এসময় কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের ইনচার্জ ছালেহ আহমেদের সভাপতিত্বে লামা থানার পরিদর্শক (তদন্ত) লেয়াকত আলী, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো অর্ডিনেটর ড. মনিরুজ্জামানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের শিক্ষার্থী ও কর্মীরা উপস্থিত ছিলেন।