আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী : এমপি খোকা

জাতীয় পার্টি এখন

জাতীয় পার্টি এখন

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।

কিন্তু এরপরেও সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে আরো বেশি সুসংগঠিত হতে হবে। কারণ যে সংগঠন যত বেশি শক্তিশালী সে ততবেশি মূল্যায়ণ পায়। তাই আগামীতে নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পার্টি কিভাবে চলবে এবং কে কে নেতৃত্বে আসবে- এই বিষয়ে সকল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। এই মর্মে আমরা কমিটি গঠন করবো এবং উক্ত কমিটির সিদ্ধান্তগুলো কেন্দ্রে পাঠিয়ে অনুমোদন করানো হবে।’ ১৬ সেপ্টেম্বর রবিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল এ্যামিউজম্যান্ট পার্ক তথা নমপার্কে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

এসময় এমপি খোকা আরো বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলা হলো পল্লীবন্ধু ও জাতীয় পার্টির দূর্গ। আগামী নির্বাচনে আমরা নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসন সহ নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আলমগীর শিকদার লিটনকে চাই। তিনি ওসমান পরিবারকে ইঙ্গিত করে বলেন, এ পরিবারের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি যতদিন বেঁচে থাকবো তাদের সাথেই থাকবো।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহেরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, সাংগঠনিক সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন খোকা, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু প্রমুখ।

এসময় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, কাঁচপুর ইউপির সাবেক চেয়ারম্যান সবুর খাঁন, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, সাধারণ সম্পাদক লিঙ্কন শিকদার, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. শহীদ, যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবু হাশেম, সদস্য সচিব নূর হোসেন মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শাহ মোহাম্মদ হানিফ চেয়ারম্যান, সদস্য সচিব আলীজান মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা রমজান মিয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা এমরান ভূঁইয়া, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি নেতা সিব্বির আহমেদ, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মাইনুদ্দিন মেম্বার, আমির আলী মেম্বার, জাকির হোসেন মেম্বার, উপজেলা মহিলা পার্টির নেত্রী জাহানারা আক্তার, মাহমুদা ইসলাম ফেন্সী, নিলুফা আক্তার ময়না মেম্বার, সাবেক মেম্বার রুনা আক্তার, মোরশেদা মেম্বার, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক সেকান্দার আলীসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী।