আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাম দস্তগীর গাজী পুনরায় এমপি নির্বাচিত হয়ে আসবে : আইভী

গোলাম দস্তগীর গাজী পুনরায়

গোলাম দস্তগীর গাজী পুনরায়

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা আশা করি গোলাম দস্তগীর গাজী পুনরায় রূপগঞ্জে এমপি নির্বাচিত হয়ে আসবেন। আমার বিশ্বাস শেখ হাসিনা গাজী সাহেবকেই নমিনেশন দেবেন। ওনার কাছে আমার একটা অনুরোধ থাকবে বাংলাদেশের আনাচে কানাচে সরকারি যত খাস জায়গা বা  খালি জায়গা আছে সেগুলি যেন মাঠের এবং পার্কের জন্য দেওয়া হয় তার জন্য সংসদে বিল উত্থাপন করবেন।

রবিবার ১৬ সেপ্টেম্বর রূপগঞ্জ  উপজেলা মিলনায়তনে খেলা ঘর রূপগঞ্জ উপজেলা শাখার  দ্বিতীয় সম্মেলনের উদ্বোধন শেষে মেয়র এসব কথা বলেন।

আইভী বলেন, খেলা ঘরের সাথে আমার আন্তার সম্পর্ক রয়েছে । একমাত্র বাচ্চারাই সহজ সরল ভাবে সত্য কথা  বলতে পারে, ওদের মধ্যে কোন ভেজাল নাই , চাওয়া পাওয়া নাই।  রাজনীতি করতে করতে যখন দেন দরবার নিয়ে ক্লান্ত হয়ে যাই তখন কমল বাচ্চাদের সাথে কথা বলতে ভালো বাসি।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি নারায়ণঞ্জের খোলা জয়গাগুলিকে সংরক্ষণ করার জন্য। যত পুকুর আছে খাল আছে আমরা সংরক্ষণ করেছি। আমরা একটা পার্ক করছি নারায়ণগঞ্জ শহরে রাসেল পার্ক, রূপগঞ্জ খেলা ঘরের সকল সদস্যদের  কে অনুরোধ করছি  শেখ রাসেল পার্ক দেখতে যাওয়ার জন্য । এই খেলা ঘর বাংলাদেশ কে একদিন অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।

রূপগঞ্জ খেলা ঘরের পরিচালকদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা শিশুদের ৭১ এর গল্প শুনাবেন কারণ যার ভিতরে দেশ প্রেম নেই সে কখনো বড় হতে পারে না। যার ভিতরে দেশ প্রেম নেই সে কখনো মাকে ভালো বাসতে পারে না । যে মাকে ভালোবাসতে পারে সেই দেশকে ভালোবাসতে পারে।

তিনি বলেন, খেলাঘরের বাচ্চাদেরও একটা চাহিদা আছে তা মাঠের চাহিদা,পার্কের চাহিদা ,লেখাপড়া চাহিদা । কারণ রাস্তার ভালো হলে হাটতে মজা লাগে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজী কে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান, আপনারা একজন বীরপ্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, আলোচক ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথীন চক্রবতী,খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,  রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাউন্সিলর হাজী নজরুল ইসলাম মফিজ, কাউন্সিলর আনোয়ার হোসেনসহ খেলা ঘর রূপগঞ্জ শাখার সকল নেতৃবৃন্দ।