আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক : এমপি গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার মুড়াপড়া কলেজ মাঠে শনিবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তারাব পৌরসভাকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুড়াপাড়া ইউনিয়ন ।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী আন্তর্জাতিক গণতন্ত্র দিবস প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক। ২০১৪ সালের ৫ জানুয়ারী  নির্বাচন না হলে দেশে আবার সামরিক শাসন শুরু হতো। কোন দলের জন্য বাংলাদেশের গণতন্ত্র থেমে থাকবে না।

বিএনপির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন,  বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে বন্দুকের নলের মুখে। তারা বাংলাদেশের গণতন্ত্র চায় না। তারা চায় আবার সামরিক শাসক ক্ষমতায় আসুক।

রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে বর্তমান সরকারের আমলে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে। রাস্তা ঘাট ফ্লাইওভার, সেতু ,স্কুল কলেজের নতুন ভবন নির্মাণ হয়েছে।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে রূপগঞ্জ বাসিকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

খেলা শেষে বিজয়ীদের মাঝে টফি তুলে দেন গোলাম দস্তগীর গাজী।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি  ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,উপজেলা ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কাউন্সিল আনোয়ার হোসেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।