নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে পুলিশের এএসআই সুমন এক মাদক সেবীকে নিজ খরচে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছে । ভর্তিকৃত ওই মাদক সেবীর নাম জোবায়ের (১৭)। সে জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত আনছার আলীর ছেলে। জোবায়ের এর আগেও একবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে এসেছিলো বলে জানিয়েছে তার পরিবার। কিন্তু তারপরও সে মাদক সেবন থেকে দুরে সরতে পারেনি।
জানা যায় সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় মাদক সেবনরত অবস্থায় জোবায়েরকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সুমন। পরে জোবায়েরের বাড়িতে খবর দিলে তার মা এবং বাড়ির লোকজন এসে পুলিশকে জোবায়েরের মাদকাসক্তের কথা জানায়।
এএসআই সুমন জোবায়েরকে তার পরিবারের লোকজনের অনুমতি ক্রমে আবারও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। এবং সেখানকার যাবতীয় খরচ নিজে বহণ করবে বলেও জানায়।
এ বিষয়ে জোবায়েরের মা আসমা বেগম জানায়, “আমার ছেলে মাদকাসক্ত। তাকে আমরা অনেক চেষ্টা করেও ভালো পথে আনতে পারি নাই। সোমবার রাইতে পুলিশের এক স্যার ওরে ধরছে। পরে আমাগো খবর দিলে আমরা ওই স্যারের লগে কথা বলি। তহন ওই স্যার আমারে কয় আপনার ছেলে মাদক সেবন করে তারে চিকিৎসা করান না কেনো? তখন আমি তারে সব খুইলা কই। তহন ওই স্যার আমার পোলারে নিজে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তী করে। এবং কইসে সে নিজেই অর চিকিৎসার খরচ বহন করবো।”