সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিন তথা জন্মাষ্টমী অন্যতম। জন্মাষ্টমী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে র্যালীর আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন কমিটি।
সকাল ১০ টায় নাসিক ১০নং ওয়ার্ড হাজারীবাগ মন্দির হতে র্যলীটি শুরু হয়ে। এসময় নাসিক ১০নং ওয়ার্ডের লক্ষীনারায়ণ,চিত্তরঞ্জন, ২নং ঢাকেশ্বরী এলাকার বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করে আবার হাজারীবাগ মন্দিরে এসে শেষ হয় র্যালীটি।
এদিকে সকাল দশটায় জন্মাষ্টমি উপলক্ষ্যে আয়োজিত র্যলীটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বাবু কালিপদ মল্লিক, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি আবু কালাম।
এছাড়াও বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন খোকন বর্মন, পবিত্র বর্মন, কানাই দাস, প্রাণ গোপাল হারু, মাদব দাস, বলাই,রিপন, দুলালা, শংকরসহ অনেকে।
এসময় নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বিদের একটি অন্যতম উৎসব। আজকে তাদের এই আয়োজনে শরীক হতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্রে মুসলমান, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই ভাই। আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই। আমি আজকের এই দিনে আমার ওয়ার্ড এবং সিদ্ধিরগঞ্জ থানার সকল হিন্দু ধর্মালম্বিদের শুভেচ্ছা জানাই।
আজকের এই দিনে আমি আশা করি আগামী দিনে আমাদের দেশের সকল ধর্মের মানুষগুলো একত্রে কাজ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।