আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার সাংবাদিক সূবর্ণাকে হত্যার প্রতিবাদে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবে প্রতিবাদ সভা

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবে প্রতিবাদ সভা

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবে প্রতিবাদ সভা

আড়াইহাজার প্রতিনিধি:
সম্প্রতি পাবনার সাহসী নারী সাংবাদিক সূবর্ণা নদীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও তীব্রনিন্দা জানানো হয়েছে। দোষিদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরদাবী জানিয়েছেন সাংবাদিকরা। শনিবার বিকালে ঈদপুর্নমিলণী অনুষ্ঠানে এ প্রতিবাদ জানানো হয়।

ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপদেষ্ঠা ও দৈনিক মানবকণ্ঠের আড়াইহাজার প্রতিনিধি হানিফ মোল্লা, ক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মাহবুব মোল্লা, আতিকুর রহমান আতিশ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছাঈদ, কোষাধক্ষ জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহমোয়াজ্জেম হোসেন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক সাইদুর হাছান, সাধারণ সদস্য এবিএম নুরুল হক প্রমুখ।

এ সময় হাকিম ভূঁইয়া বলেন, সত্য প্রকাশ করায় পাবনার সাহসী নারী সাংবাদিক সূবর্ণা নদীতে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদকর্মীদের কোন নিরাপত্তা নেই। সংবাদকর্মীদের মধ্যে দলীয় নীতি প্রবেশ করেছে। এতে একপক্ষ আরেক পক্ষকে কোণঠাসা ও গায়েল করার চেষ্টা করছেন। এটি সংবাদিকতায় বড় অন্তরায় হয়ে দাঁড়িছে। সাংবাদিকদের মধ্যে অনেকেই অনুকম্পা পেতে তোষামদি করছেন। সাংবাদিকরা সকল কিছুর উর্ধ্বে থেকে সাংবাদিকতা করা উচিৎ। সত্যকে প্রকাশ করা উচিৎ। এতে করে দেশ ও জাতি প্রকৃত সত্য জানতে পারবেন। আসুন ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

এ সময় হানিফ মোল্লা বলেন, সংবাদকর্মীদের ওপর নির্যাতন নতুন কিছু নয়। আগেও নির্যাতন হয়েছে। বর্তমানেও হচ্ছে। তবে সময় এসেছে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের। সত্য প্রকাশ করলেই অনেকেই এখন সাংবাদিকদের শত্রু মনে করছেন। এ মনমানসিকতা থেকে আমাদের বের হতে হবে। আমি সাংবাদিকদের বলব, সামান্য সুবিধার জন্য তোষামদি না করে আসুন আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেদের নিয়োজিত করি। পবিত্র এপেশাকে পবিত্র রাখার চেষ্টা করি। তা না হলে একদিন আমাদেরকে জনগণ ইতিহাসের পাতায় আস্থাকুঁড়ে ছোড়ে ফেলবে।

মাহবুব মোল্লা বলেন, সাংবাদিকদের মধ্যে এক পক্ষ সুবিধা নিচ্ছেন। আরেক পক্ষ বঞ্চিত হচ্ছেন। এতে করে প্রকৃত সত্য আড়াল হয়ে যাচ্ছে। সাংবাদিকতায় সুবিধাভোগী হলে দেশ ও জাতি বস্তুনিষ্ঠ সংবাদ থেকে বঞ্চিত হয়। যারা মফস্বল সাংবাদিকা দিয়ে পেট চালাতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলব আপনারা এপেশা ছেড়ে দিন। আপনারা মহান এপেশাকে কুলষিত করবেন না। প্রকৃত সাংবাদিকদের শত্রু থাকাটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, প্রকৃত সত্য ঘটনা প্রকাশে সাহস না থাকার নামই হলে ‘হলুদ’ সাংবাদিকতা। আমি দেখতে পারছি বর্তমানে কিছু সাংবাদিকদের মধ্যে এমন চিত্রই ফুঠে উঠছে। তবে বস্তুনিষ্ঠ সাংবাদিকায় শত্রু থাকবেই। সত্য প্রকাশ করলে অনেকের গায়ে জ্বালা ধরবেই।