আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের অড়াইহাজার থানার উপপরির্দশক মজিবুর রহমানের পদোন্নতি হয়েছে। তিনি এন্টিটেররিজম ইউনিট ঢাকা -এর পরির্দশক (ওসি) পদে নিয়োগ পেয়েছেন। তিনি ২০১৫ সালের ২১ ডিসেম্বর আড়াইহাজার থানায় যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন। তিনি সর্বদা নিজের কাজ সম্পর্কে খুবই নিষ্ঠাবান ছিলেন বলে পুলিশ বাহিনীতে চাউর রয়েছে। তার আচার-আচরণেও তিনি সবাইকে মুগ্ধ করেছেন।
ইতি মধ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ থেকে শুরু করে তিনি ৭০টির মত পুলিশ বাহিনীর সম্মাননা পুরস্কার পেয়েছেন।
তিনি ময়মনসিংহ জেলার গরিপুর থানার খেলার আলগী গ্রামে জম্মগ্রহণ করেন। বাবা মৃত জালাল উদ্দিন ও মা জাহেরা বেগম। সাত ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।
১৯৯৪ সালে তিনি ঢাকার তেজগাঁও কলেজে লেখাপড়া করেন। মজিবুর বলেন, আমি আমার পরিবারকে যেভাবে ভালোবাসি, তেমনভাবেই আমি আমার দেশকেও ভালোবাসি। যেদিন আমি পুলিশে চাকরী পেয়েছি। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমার দায়িত্ব-কত্যর্ব শতভাগ পালনের আপ্রাণ চেষ্টা করেছি। আমি সর্বদাই আমার দায়িত্ব সম্পর্কে নিষ্ঠাবান ছিলাম। পুলিশ জনগণের বন্ধ। আমি সেবাগ্রহিতাদের বন্ধুর মত করেই সেবা দিয়েছি। আমি আমার কর্মের মাধ্যমেই সবার ভালোবাসা অর্জন করতে চাই।
তিনি বলেন, আমি দেশের অনেক থানায় চাকরী করেছি। তবে আড়াইহাজারের মত এতো আত্মীয়তাপরায়ণ মানুষ কোথাও পাইনি।এখানকার মানুষ আমাকে খুব বেশি ভালোবাসা দিয়েছেন। আমি তাদের কাছে চীরকৃতজ্ঞ থাকব।এখানকার সাংবাদিকরাও আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। সবার কথা আমার মনে থাকবে।