আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক,সন্ত্রাস ও নগরীর শান্তি শৃঙ্খলা ও মানুষের ঘুম যারা নষ্ট করে তাদেরকে কোন ছাড় দেয়া হবে না-এসপি আনিসুর রহমান

এসপি আনিসুর রহমান

 

এসপি আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক: আজ সকালে যশোর জেলা থেকে বদলী হয়ে নারায়ণগঞ্জে  নতুন পুলিশ সুপার হিসেবে কাজে যোগদান করেছেন  আনিসুর রহমান ।  প্রথমে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং নারায়ণগঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।

পরে  বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি  মাদক, সন্ত্রাস ও নগরীর শান্তি শৃঙ্খলা ও মানুষের ঘুম যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে বলেন এসব বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যতো প্রভাবশালী হোক না কেন। তিনি আরো বলেন যে কোন অন্যায়ের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন। আর মাদকের বিরুদ্ধেতো কোন প্রশ্নই চলবে না। মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা আমাদের ঘর থেকে কাজ শুরু করতে চাই। যদি পুলিশ প্রশাসনের কোন সদস্য বা কর্মকর্তা মাদক ব্যাবসায়ের সাথে জড়িত থাকে তাহলে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। জেলার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে পুলিশ। এসময় তিনি আরো বলেন, শিশু ও নারী নির্যাতনের ক্ষেত্রেও কোন ছাড় হবে না। অনেক সময় দেখা শিশু ও নারীদের প্রতি অনেক নৃশংস ঘটনা ঘটে থাকে। সেক্ষেত্রে পুলিশ কোন ধরণের ছাড় দিবে না। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, সহকালী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আবদুর রশিদ, সহকারী পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।

এসপি আনিসুর রহমান

প্রসঙ্গত ২০১৬ সালের ৪ আগস্ট সকালে নারায়ণগঞ্জ জেলা এসপি হিসেবে যোগদান করেন মঈনুল হক। ফলে ২০১৮ সালের ৪ আগস্ট দুই বছর পূর্ণ হয়। এর আগে ১ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোরের পুলিশ সুপারসহ ১১ জন পুলিশ সুপার পদে রদবদল করা হয়। ফলে ১৯ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ থেকে বিদায় নিয়ে পুলিশ সুপার মঈনুল হক যান যশোরের পুলিশ সুপার হিসেবে। আর যশোর থেকে নারায়ণগঞ্জে আসেন এসপি আনিসুর রহমান।

জানা গেছে, মো. আনিসুর রহমান ২০১৪ সালে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেই অভয়নগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন। তিনি সংখ্যালঘুদের ওপর হামলাকে কঠোর হস্তে দমন করেন। যশোরের উড়ন্ত ছিনতাই বাহিনীকেও নিয়ন্ত্রণে আনেন তিনি। তার দায়িত্ব পালনকালে জেলায় ব্যাপক মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছে। এখন তিনি নারায়ণগঞ্জের অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা সবার।

১৯৯০ সালে যশোর বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে আনিসুর রহমান মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন।

২০তম বিসিএসে উত্তির্ণ হয়ে ২০০১ সালে ৩১ মে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আনিসুর রহমান। চাকরিতে কৃতিত্বের অবদান স্বরূপ ২০১২ সালে পিপিএম ও পরের বছর বিপিএম পদক পান তিনি।