আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার বিশ্বাস রূপগঞ্জে আ.লীগের নমিনেশন গাজী সাহেব পাবে এখানে বিকল্প কোন অপশন নাই: মেয়র আইভী

আমার বিশ্বাস রূপগঞ্জে আ.লীগের নমিনেশন

সংবাদচর্চা রিপোর্ট:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রূপগঞ্জে বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে দোয়া ও ভোজের আয়োজন করা হয়। গতকাল রূপগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্মরণে এক আলোচনা সভার আয়োজনা করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।

প্রধান অতিথির বক্তৃতায় নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, আমি রূপগঞ্জে এসেছি গোলাম দস্তগীর গাজী সাহেবকে সম্মান দেখাতে । তিনি একজন খেতাব প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ টা মিটিং এ ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে আমি যাকে খুশি তাকে নৌকা দেব তার জন্য কাজ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই রূপগঞ্জে আ.লীগের নমিনেশন গোলাম দস্তগীর গাজীই পাবেন এবং এখানে বিকল্প কোন অপশন নাই। সুতরাং ভেদাভেদ ভুলে গিয়ে যারা গাজী সাহেবের বাইরে আছেন তাদেরকে এই ট্যাগে আসতেই হবে। যদি আপনারা শেখ হাসিনার নৌকার রাজনীতি করেন। এই শোকসভাতেই ভেদাভেদ ভুলে গিয়ে শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আপনাদের কাউকেই খুজে পাওয়া যাবে না।

মেয়র বলেন , আমি যখন নির্বাচন করেছি ২০০৩ সালে তখন বিএনপি জামায়াত ক্ষমতায় আমি বিএনপির সময় দেখেছি আমি ১/১১ সময় ছিলাম পৌরসভার চেয়ারম্যান, আমি আরো ১০ বছর ছিলাম চেয়ারম্যান তিনটা সময় তিন সরকারের আমলে। আমি কিন্তু আ.লীগের নেতাকর্মীদের অবস্থান জানি। ক্ষমতায় থাকলে আমরা বিশাল কিছু, ক্ষমতায় না থাকলে আমরা কোথায় চলে যাই হদিস পাওয়া যায় না। আমরা চাই না এই রকম কিছু রূপগঞ্জে হোক।

আইভী রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন, রূপগঞ্জের মাটিও মানুষ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব ,যেভাবে হাছিনা গাজী মহিলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করেছে যুবমহিলা লীগকে সংগঠিত করছেন তেমনি সকলকে নিয়ে আমাদের ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন গোলাম দস্তগীর গাজী।

আইভী রূপগঞ্জ যুবলীগের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী সম্পর্কে বলেন, ওনি নিশ্চয় চাদাবাজি করেন না। করেন কি না। ওনার কি টাকার অভাব আছে। নিশ্চয় নাই। ওনি আপনারদের সহযোগিতা করে। আজকে রূপগঞ্জে বঙ্গবন্ধুর বিশাল অনুষ্ঠান হলো উনিকি কারো কাছে টাকা নিয়েছে জবাবে উপস্থিত সবাই বলেন না। সমস্ত জায়গায় কি ওনার অবদান না সবাই বলে হ্যা। তাহলে আপনারা নিশ্চয় এমন লোককে ভোট দেবেন যেই লোক রূপগঞ্জের মানুষের টাকা কেরে নেয় না চাদাবাজি করে না সন্ত্রাসী করে না নিজের ভাইকে হত্যা করে না অথাৎ নিজের ভাই বলতে আমরা যারা দল করি তারাই। আমার মার পেটের ভাইয়ের আপনাদের অধিকার বেশি।আমাদের জন্য আপনারা নিজেদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন সেই কর্মীদের দেখা শুনা করছে গোলাম দস্তগীর গাজী।
মেয়র বলেন, আমি গাজী সাহেবের প্রশংসা করতে এখানে আসেনি। যেটা সত্য আমি সেটা বলতে এসেছি। আমি আমার দলের দরদে এসেছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেশে সমস্ত জয়গায় যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো এখানে বলছি।

আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আইভী বলেন, শেখ হাসিনা যে কাজগুলো করেছে সেগুলো তুলে ধরতে হবে পাশাপাশি গাজী সাহেবকে তুলে ধরতে হবে।পদ্মা সেতু থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন তা তুলে ধরতে হবে। আপনাদের ব্যবহার ভালো করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ঘরে ঘরে গিয়ে নৌকার কথা আর গাজী সাহেবে কথা বলতে হবে। আপনার বিপরীদে কে কি বললো সেটা আপনার বলার দরকার নাই।

যুবলীগকে মেয়র আরো বলেন, রূপগঞ্জের যুবলীগ অত্যান্ত সুসংগঠিত। আপনারা হলো এই সমাজের শক্তি । যুবলীগের চেয়ারম্যান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র নায়ক উপাধি দিয়েছে। আপনাদের উপর নির্ভর করে অনেক কিছু ।ভোট কেন্দ্র পাহাড়া দেওয়া মানুষকে নিয়ে আশা।

জাতীয় শোক দিবস সম্পর্কে মেয়র বলেন,দেশ যত দিন রবে ততদিন জাতির পিতা থাকবে যতদিন ১৫ আগস্ট আসবে ততদিন আমাদের কানতে হবে। মনে রাখতে হবে যারা শেখ রাসেলকে ছাড়ে নাই হত্যা করছে তাদেরকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া যাবে না। জয় বাংলা, জয় হোক রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর।

রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কারুজ্জামান তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড,খোকন শাহ,সহ সভাপতি আব্দুল কাদির।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এড.আনিসুর রহমান দিপু রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, মান্জারি আলম টুটুল, শীলা রানী পাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী, আওয়ামীলীগ নেতা আজমত আলী, মতি আকন্দ, ফিরোজ ভূইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব মো: এমায়েত হোসেন, তাবিবুল কাদির তমাল, সাহারিয়ার পান্না ভিপি সোহেল, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম স্বপন, ত্রাণ সম্পাদক বাচ্চু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের, সাধারন সম্পাদক নাঈম ভুইয়া, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকারিয়া মোল্লা, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, রফিকুল ইসলাম মনির, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি, বজলুর রহমান বজলু, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব আঞ্চলিক সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ভূলতা ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া প্রমুখ।