আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না: আইজিপি

ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না: আইজিপি

ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছেন ,পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কগুলোতে ফিটনেসবিহীন কোনো যানবাহন চলতে দেয়া হবে না  ।

সোমবার ঢাকা পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

আইজিপি বলেন, যেসব চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

নৌযান চলাচলের ক্ষেত্রেও দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান জানান, ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া যেকোনো ঈদে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক থাকার জন্য জেলা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন প্রসঙ্গে আইজিপি বলেন, এই দিনটিকে ঘিরে কোনো হুমকি বা ঝুঁকি নেই, তারপরও পুলিশ নিরাপত্তামূলক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, যেসব স্থানে শোক দিবসের অনুষ্ঠান হবে সেসব স্থানে নজর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ