আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিদস্যুদের বিরুদ্ধে সোচ্চার হলেন এ্যাডঃ তৈমূর

 

সংবাদচর্চা ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ তৈমূর আলম খন্দকার এক বিবৃতিতে বলেন যে, রাজধানীর প্রবেশদ্বার রূপগঞ্জ এখন ভূমি দস্যুদের কবলে পরায় প্রকৃত রূপগঞ্জ বাসী ও কৃষকরা ভিটেমাটি ছাড়া হওয়ার পাশাপাশি নিজস্ব জমি হারিয়ে ভূমিহীন হয়ে পড়ছে। দেশ ও জাতি হারাচ্ছে তাদের কৃষি জমি। ১৯টি ভূমি দস্যু প্রতিষ্ঠান প্রশাসন ও জন প্রতিনিধিদের ম্যানেজ করে জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন করে বিজ্ঞাপনের মাধ্যমে আবাসন প্রকল্পের নামে উচ্চমূল্যে জনগণের নিকট বিক্রির জন্য অগ্রিম বুকিং দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ ভূমি দস্যুগণ তাদের কার্যক্রম বিনাবাধায় সমাধা করার জন্য এলাকায় পেটুয়া বাহিনী সৃষ্টি করেছে। জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন ও ড্রেজারের মাধ্যমে কৃষি জমি, সরকারী খাল, হাওর, পুকুর, বিল বালি দিয়ে ভরাট করে ফেলছে। জমির মালিক বাধার সৃষ্টি করলে পেটুয়া বাহিনী গ্রাম বাসীর উপর অস্ত্রসস্ত্র দিয়ে ঝাপিয়ে পড়ে। পেটোয়া বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ করলে রূপগঞ্জ থানা তা গ্রহণ করে না। ঐ সব পেটোয়া বাহিনী অস্ত্রসস্ত্র উচিয়ে প্রকাশ্যে এলাকায় ঘুরাফিরা করে। রূপগঞ্জ থানার ভোলাব ইউনিয়নে সম্প্রতি বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমূখী সমবায় সমিতি কর্তৃক রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি নামে আবাসন প্রকল্প করার জন্য কাজলা খালনামক স্বর্ণখালী শাখা খাল, কাজলা বিল ও আশে পাশের জমিতে রাত দিন ড্রেজার লাগাইয়া বালু দ্বারা ভরাট করিয়া ফেলিতেছে। গত ০৭/৯/২০১৭ ইং তারিখে ভোলাব ইউনিয়নের কৃষকগণ জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়ার নিকট লিখিত আবেদন করলেও এর কোন প্রতিকার পাওয়া যায় নাই। পরিবেশ অধিদপ্তরও এ মর্মে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের সাথে যোগাযোগ করা হলে তদন্তের নামে তারা কালক্ষেপন করছে।

এ্যাডঃ তৈমূর আলম খন্দকার ভূমি দস্যুদের কবল থেকে রূপগঞ্জকে রক্ষাসহ স্থানীয় জনগণের দাবী অনুযায়ী ভোলাব ইউনিয়নে রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়া সিটি প্রকল্প বাস্তবায়নের জন্য ড্রেজারের মাধ্যমে খাল, বিল ও কৃষি জমি ভরাট বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান, নতুবা কৃষকদের গণবিদ্রোহের জন্য প্রশাসন দায়ী থাকবে বলে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ