আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়ক চলাচলের অযোগ্য, নেই সংস্কার

ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়ক
ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়ক

ফাইল ফটো

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের অন্যতম একটি ব্যস্ততম সড়ক হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ এর পাগলা সড়ক, যা নির্মান হয়েছিলো ১৯৩৮ সালে। একটা সময় ছিলো যখন এই সড়ক দিয়েই নারায়ণগঞ্জবাসীকে ঢাকায় যেতে হতো। এরপর নারায়ণগঞ্জে তৈরি হয় লিংক রোড, ফলে কদর কমে যায় ঐ সড়কটির। কালের অবর্তমানে এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যদিও গত দুই বছর পূর্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সড়কটির সংস্কার করেন।
ঢাকা-নারায়ণগঞ্জ এর পাগলা সড়কটির পূর্ণ সংস্কার করার জন্য সরকার থেকে বরাদ্ধ প্রদান করলেও এখনো এর বাস্তবায়ন চোখে দেখছেনা নারায়ণগঞ্জবাসী। যার ফলে সাধাণ মানুষকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তির মধ্যে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় সৃষ্টি হওয়া গর্ত গুলো পানিতে ভরে যাচ্ছে, এতে করে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে পরিবহনগুলো। অনেক সময় গর্তের মধ্যে বাস বা মালবাহী ট্রাকগুলো ফেঁসে গিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। কিন্তু তবুও কোন সংস্কার কাজ হচ্ছেনা। অন্যদিকে সড়ক ও জনপথের জায়গার উপর দাঁড়িয়ে আছে জেলা পরিষদের ডাকবাংলো ও চাষাড়া পুলিশ ফাঁড়ি। এ দুটি প্রতিষ্ঠানের কারনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে অনেকটাই দূর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেল এমনি সব চিত্র।
এছাড়াও চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত যাওয়ার রাস্তাটি এখন নতুন করে ডাষ্টবিনে পরিণত হয়েছে। সড়কের দুইপাশে বিভিন্ন বাসা-বাড়ি, হোটেল, রেষ্টুরেন্ট, ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা ফাষ্টফুডের ময়লা-আবর্জনা সব এনে রাখা হচ্ছে সড়কের দুই পাশে। দেখে মনে হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ফতুল্লা ইউনিয়নের কর্তা ব্যক্তিরা তাদেরকে সড়কে ময়লা ফেলার অনুমতি দিয়ে রেখেছে। এরফলে পথচারীদের নাকে হাত অথবা রুমাল চেপে ধরে সড়কে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে জামতলা, ঈদগাঠ সংলগ্ন স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় এ সমস্যা অনেক বেশী। এ সড়কে চলাচলকারী বিভিন্ন পেশার সাধারণ মানুষ এ প্রতিনিধিকে জানায়, আমরা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি কিন্তু ময়লার দূর্ঘন্ধে চলাচল করা সত্যি অনেক কষ্টকর। যখন রাস্তাটি ফাঁকা থাকে তখন তেমন অসুবিধা হয়না কিন্তু এটি এমনি একটি সড়ক জ্যাম যার নিত্যদিনের সঙ্গী। তাই এ সড়কের ময়লা-আবর্জনা ফালানো বন্ধ না করলে আমাদেরকে কষ্ট করেই পথ চলতে হবে। এছাড়াও চাষাড়া থেকে অক্টো অফিস থেকে সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ থেকে আমরা রেহাই পাবো কিনা জানিনা ? তাই সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংস্কার ও পূণঃনির্মানের প্রয়োজন হয়ে পড়েছে বলে মনে করে সাধারণ মানুষ। এ বিষয়ে সাধারণ মানুষ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেছে।