সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ আগস্ট কায়েত পাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু ছিলো বিশ্বের শোষিত মানুষের কন্ঠস্বর। যেখানেই অন্যায় অবিচার ছিলো সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন। বঙ্গবন্ধুর বাংলায় কোন শোষণ কারীর ঠাই নাই। বঙ্গবন্ধু দুর্নীতিবাজ সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করেছে। শেখ হাসিনাও বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে রাষ্ট্র চালাচ্ছে।
গোলাম দস্তগীর গাজী আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করতে হলে কোন প্রকার গ্রুপিং চলবে না। যারা নিজেদের এমপি প্রার্থী ঘোষণা দিয়ে সরকারের বদনাম করছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
রূপগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকারের আমলে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে। ভুলতায় ফ্লাইওভার ,শীতলক্ষা নদীতে তৃতীয় শীতলক্ষা সেতু হচ্ছে নির্মিত হচ্ছে।স্কুল কলেজ রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সবাইকে আবার নৌকায় ভোট দিতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, আওয়ামীলীগ নেতা মতি আকন্দ, আজমত আলী, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা যুবলীগের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,কায়েত পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানে নুরুজ্জামান খান, কায়েতপাড়া ইউনিয়নের মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা , কায়েতপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।