সংবাদচর্চা রিপোর্ট:
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবরোধ মুখে কার্যত অচল নারায়নগঞ্জের গণপরিবহন ব্যবস্থা। বৃহস্পতিবার ২ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা চাষাড়া গোলচত্তর অবরোধ করেছে। আন্দোলনকারীরা বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করছে।
যেসব যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই সেসব বাহনের চাবি জব্দ করে রাখছে শিক্ষার্থীরা। বাদ যায়নি পুলিশের গাড়িও। চেকিং চলেছে পুলিশের গাড়িরও, জব্দ হয়েছে চাবি। পুলিশের গাড়িসহ প্রায় ৩০০ শতাধিক যানবাহনের চাবি আটক করছে শিক্ষার্থীরা। লাইসেন্স চেক করার প্রক্রিয়া অবরোধ শেষ না হওয়া পর্যন্ত চলবে। আটক লাইসেন্সবিহীন গাড়ির চাবি প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
বন্দর থানার এক পুলিশ কর্মকর্তার চাবি জব্দ করার সময় নিজেকে পুলিশ পরিচয় দিলে শিক্ষার্থীরা বলে, ‘পুলিশ হয়ে আপনারা লাইসেন্স করেন না তাহলে সাধারণ মানুষ কেন করতে যাবে। যারা শৃঙ্খলা রক্ষা করবে তারই যদি শৃঙ্খল না থাকে তখন এসব দুর্ঘটনা অবধারিত হবেই।’ এসব কথা শোনার পর চাবি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা চলে যান।