সংবাদচর্চা রিপোর্ট:
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাস্তায় নেমে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবরোধ মুখে কার্যত অচল রূপগঞ্জের গণপরিবহন ব্যবস্থা। বৃহস্পতিবার ২ আগস্ট রূপগঞ্জের গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রূপগঞ্জে মানুষের ভোগান্তি কমাতে যানচলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।গোলাম দস্তগীর গাজীর আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন,ছাত্ররা ১৯৪৭ সাল থেকে আন্দোলন করে ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা বাংলা উপহার দিয়েছে ।শুধু তাই নয় বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৬৬ সালের ৬ দফা এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করেছে। তোমাদের যৌক্তিক আন্দোলনের সাথে আমার সমর্থন রয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের কঠোর আইন পাস হচ্ছে। আমরা দোষীদেরকে আইনের আওতায় এনে যতদ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করব। তোমরা এখন ঘরে ফিরে যাও।
ছাত্রদের অবরোদের সময় গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের আশ্বাসে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।