আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে আসছেন এসপি আনিসুর রহমান যশোরে মঈনুল হক

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক

নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক বিপিএম,পিপিএম যশোরের পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন। আর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে আসছেন মো: আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার)। তারা দু’জনেই বিসিএস ২০তম ব্যাচের পুলিশ কর্মকর্তা।  দু’জনেই ২০০১ সালের ৩১ মে চাকরীতে প্রবেশ করেন। বুধবার (১ আগস্ট) স্বারাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ ও যশোরের পুলিশ সুপারসহ ১১ জন পুলিশ সুপার পদে রদবদল করেছেন।

পুলিশ সুপার মঈনুল হক ১৯৭০ সালের ২৯ ডিসেম্বর পটুয়াখালী জেলায় জন্মগ্রহন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। নারায়ণগঞ্জে যোগদানের আগে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০তম বিসিএস এর চৌকশ এই পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনের সময় পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতি পদকও পেয়েছেন কাজের স্বীকৃতিস্বরূপ। গত দুই বছর নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করে সফলতার দ্বারপ্রান্তে পৌছে গেছেন তিনি। নারায়ণগঞ্জবাসী তাকে অনেকদিন মনে রাখবে। তার নেতৃত্বে বেশ কয়েকটি
চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটিত হয়েছে।

মাস্টার্স সম্পন্ন করা ড. মো: আনিসুর রহমান (বিসিএস ২০তম ব্যাচ) ২০০১ সালের ৩১ মে চাকরীতে প্রবেশ করেন। তিনি যশোরে পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে নোয়াখালীর পুলিশ সুপার ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার শংকরপাশা এলাকায়।

সর্বশেষ সংবাদ