নিজস্ব প্রতিবেদক:
ডিসি কাপ ফুটবল টূর্নমেন্টের ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ বন্দর উপজেলাকে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো সদর উপজেলা। মঙ্গলবার বিকেল ৪টায় ওসমানী পৌর স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার।
পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটা সময় ছিলো যখন আমাদের ছেলেমেয়েরা মাঠে খেলাধুলায় ব্যস্ত সময় পার করতো, তখন একটা পরিবেশ ছিলো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। খেলার মাঠের পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মানের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। কারন তিনি বলেছেন, খেলাধুলাই পারে ছেলেমেয়েদের অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী খেলাধুলাকে খুবই ভালোবাসেন। উনার প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট দল সারা বিশ্বে সুনাম অর্জন করেছে।
তিনি আরো বলেন, জাতীয় পর্যায়ে রাজনীতি ও খেলাধুলায় নারায়ণগঞ্জের ব্যাপক অবদান রয়েছে। একসময় এই টূর্নামেন্ট সারা দেশে অনুষ্ঠিত হতো কিন্তু বর্তমানে এর ধারাবাহিকতা নারায়ণগঞ্জ বজায় রেখেছে। আমরা মনে করি এটাকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে দেশের সুনার বয়ে আনবে। পৃথিবীর বিভিন্ন দেশের ক্লাবগুলোকে ডোনেশন দেয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তাই আমি বলবো, নীট কনসার্নের মত ব্যবসায়ি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা উচিত। তাহলেই স্থানীয় ক্লাবগুলো অর্থনৈতিক সহযোগীতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিড়া ব্যক্তিত্ব কেইউ আকসির, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, ফতুল্লা থানা আ’লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বন্দর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি এ.জেড ইসমাঈল বাবুল, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান হাবিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা ফুটবল দলের ম্যানেজার এস.এম মিহির। খেলাটি পরিচালনা করেন, মিজানুর রহমানর। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানার্সআপ দলকে ৭৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন সদর উপজেলা ফুটবল দলের অধিনায়ক মিঠু চৌধুরী।