কবিতা
মানবতার মা
ইমামুল হাসান জয়
একটি শব্দে মা,একটি বর্ণে যা। পুরো অবিধান জুড়ে ব্যাপ্তি। হুট করে থেমে যাই চিন্তাই ঘেমে যাই ।
আমি কি লেখার মত যোগ্য! লেখাগুলো যাকে নিয়ে, এত নয় জন্মদাতা সেই মাকে নিয়ে।
লিখেছি যাহাকে নিয়ে সে হলো দেশের রত্ন।
যতদিন চন্দ্র সূর্য রবে আকাশে, যতদিন পদ্মা-মেঘনা-যমুনা বয়ে যাবে। ততদিন তোমার নাম লেখা রবে ইতিহাসে।
পথে পথে কত বাঁধার পাহাড় করেছে অতিক্রম। শুধু বাংলা নয় বিশ্ববাসীর ভেঙে শুভ্র।
তুমি চলেছ উন্নয়নের মশাল হাতে তাইতো জনগণ আছে তোমারি সাথে ।
দেখছে চেয়ে সারা বিশ্ব,
বাংলার বাঙালি আর নয় নিঃস্ব।
এগিয়ে চলো এগিয়ে চলো, আলোর মশাল নিয়ে হাতে তুমি ” মা ” হহাসিনা।
জনগণ আছে তোমারি সাথে। বাংলার গর্বিত নেত্রী তুমি চির উন্নত তোমার শির।
জনগণ পেয়েছে আলোর দিশা, কেটেছে সেই অনামিশা।
বাংলার বুকে অাজ ঊর্ধ্বমুখী উন্নয়নের জোয়ার। এই অবদান শুধুই আমার মা হাসিনার।
বাঁচার অধিকার নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে,
বাঙালি অার কাঁদেনা।
বাঙ্গালীর এই বাংলায় আশ্রয় নিয়েছে, কত অসহায় রোহিঙ্গা।
মায়া আর মমতায় ভরপুর হাসিনা মায়ের মন।
নয়তোবা কেমনে পায় অসহায় রোহিঙ্গা বাংলায় আশ্রয়স্থল।
অসহায়দের আশ্রয় দিয়ে খেতাব পেয়েছে তুমি,
মানবতার ” মা “
মাগো তোমার কথা মনে হলেই গর্বে ভরে বুক।
তাইতো সারাখন স্মরণ করি, মমতাভরা আমার হাসিনা মায়ের মুখ