আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহষ্পতিবার সন্ধ্যায় দু, পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার দয়াকান্দা গ্রামে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
আহত মোমেন জানান, তার এবং একই গ্রামের মোবারকের মধ্যে আগেই একটি বিষয়ে ঝগড়া ছিল। এ নিয়ে দু, জনের মধ্যে তর্ক বিতর্কে তা সংঘর্ষে রূপ নেয়। ফলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন মোমেন, মোবারক, আলেয়া, সুজন ও রোকসানা। তারা সকলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন। আড়াইহাজার থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।