আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় শিশু গৃহকর্মীকে মধ্যযুগীয় নির্যাতন: দম্পত্তি আটক

দরজা বন্ধ করে মারতো

শিশু গৃহকর্মীকে নির্যাতন

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় মধ্যরাতে শিশু গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগে আতাউল্লাহ ও উরমী আক্তার দম্পত্তিকে এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (২০ জুলাই) মধ্য রাতে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত শিশুটির নাম মাহি (৮)। পরে নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সবসময় শিশুটির উপর অমানুষিক নির্যাতন চালানো হত। প্রায় সময় গরম খুন্তির ছেঁকা ও গরম পানি শরীরে ঢেলে শিশুটিকে নির্যাতন চালাত গৃহকর্তা ও তার স্ত্রী।
শুক্রবার মধ্যরাতে নির্যাতনের সময় চিৎকার শুনে এলাকাবাসী গৃহকর্তা আতাউল্লাহর কাছে জানতে চাইলে তারা স্বামী-স্ত্রী এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার করে চড়াও হয়। এরপর এলাকাবাসী দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় গৃহকর্তা আতাউল্লাহ ও তার স্ত্রী উরমী আক্তারকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, এলাকাবাসী সঠিক সময়ে থানায় খবর দেয়ায় শিশুটিকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। শিশুটির বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা আসলে মামলা নেয়া হবে।