আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য:আনোয়ার হোসেন মঞ্জু

আনোয়ার হোসেন মঞ্জু

আনোয়ার হোসেন মঞ্জু

পিরোজপুর প্রতিনিধি: জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য। আর এ জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব সময় জনগণকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উন্নয়ন সাধনে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা হচ্ছে পূর্বশর্ত। ঐক্যবদ্ধ থাকলে মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত হয়।

তিনি বুধবার বিকালে ও রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বিভিন্ন স্থানের কয়েকটি নির্মাণ কাজ উদ্বোধন, পরিদর্শন ও ভিত্তিপ্রস্থর স্থাপন কালে উপস্থিত স্বতঃস্ফুর্ত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, এ অবহেলিত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সড়ক নির্মাণ, নদী ভাঙ্গনরোধে রক্ষাপ্রদ প্রকল্প গ্রহণ ইত্যাদি উন্নয়ন কাজ শুরু করতে পেরে আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর শুকরিয়া আদায় করি। এইসব কাজ শুরু করতে পারায় এলাকাবাসীর পাশাপাশি আমরাও আনন্দিত।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বুধবার বিকেলে দক্ষিণাঞ্চলের প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্রে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট বন্দরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় পাড়েরহাট বাসস্ট্যান্ডের পূর্বপাশে খালের ভাঙ্গনরোধে রক্ষাপ্রদ কাজ এবং পাড়েরহাট-পিরোজপুর সওজ সড়ক হতে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ সড়কের চালনা ব্রিজ সংলগ্ন স্থানে ক্ষতিগ্রস্থ সড়কের ভাঙ্গনরোধে রক্ষাপ্রদ কাজ পরিদর্শন করেন। বিকালে তিনি ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর গ্রামের স্বপন দারোগার বাড়ীর নিকট খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাড়েরহাট আরএল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করেন। এখানে তিনি সমবেত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এরপর উপজেলার পাড়েরহাট ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া এখানে বিদ্যমান একাডেমিক ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। এরপর উপজেলার পত্তাশী ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যস্থপনায় পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ত্রাণ অধিদপ্তরের ব্যবস্থপনায় পত্তাশী ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মিলবাড়ীর নিকট খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সন্ধ্যায় পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইন্দুরকানি উপজেলা পরিষদ চত্বরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন এবং উপজেলার কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে ছয়টি পাওয়ার টিলার ও কৃষি সরঞ্জাম বিতরণ করেন। মন্ত্রী উপজেলা সদরে রাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। এখানে আনোয়ার হোসেন মঞ্জু বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সমন্বয় গঠিত সংগঠন মজিদা বেগম বিতর্ক সংসদের উদ্বোধন করেন।

এরপর সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের ঊর্ধ্বমূখী কাজের উদ্বোধন করেন। জাতীয় পার্ট-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বুধবার বিকালে পত্তাশী গ্রামে জাতীয় পার্টি-জেপি’র স্থানীয় শাখার অফিস উদ্বোধন করেন। পানি সম্পদ মন্ত্রী বুধবার বিকালে ইন্দুরকানি উপজেলার বিভিন্ন গ্রাম সফরকালে পথে পথে সমবেত গ্রামবাসী নারী-পুরুষদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

মন্ত্রীর এসব বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড পরিদর্শণ ও উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, জেপির কেন্দ্রীয় নেতা সালাম বাহাদুর, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ভান্ডারিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ইন্দুরকানি উপজেলা জেপি’র সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সিনিয়র সহসভাপতি ও পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, ইন্দুরকানি উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আ.লীগ নেতা মো. সাইদুর রহমান কৃষি সম্প্রসারণ বিভাগের পিরোজপুরের
কৃষি বিভাগের -পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর, ইন্দুরকানি উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদিন ভূইয়া প্রমুখ।