আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জনস্বার্থে চারারগোপের তিনমাথায় গম্বুজঅলা ভবনটি সরিয়ে দেয়া হবে!

জনস্বার্থে চারারগোপের

জনস্বার্থে চারারগোপের

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার-ফ্রেন্ডস মার্কেট সংলগ্ন চারারগোপের তিনমাথায় তীব্র যানজটের অন্যতম কারণ রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ‘গম্বুজঅলা ভবনটি’ সিটি কর্পোরেশন দ্রুত ভেঙ্গে ফেলবে। ১৮ জুলাই বুধবার সাকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতার পর জনতার প্রশ্নোত্তর পর্বে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন, ভবনটি অবৈধভাবে গড়ে উঠে থাকলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে ভেঙ্গে ফেলা হবে।
উল্লেখ্য, গম্বুজঅলা ভবনটি থেকে মাত্র ৫০০ গজের মধ্যে নারায়ণগঞ্জ হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজ, কেন্দ্রীয় পোষ্ট অফিস, টিএন্ডটি অফিসসহ বহু বানিজ্যিক মার্কেট অবস্থিত।
প্রতিদিন বাস, ট্রাক, কভারভ্যানসহ হাজার হাজার যানবাহন চারারগোপের তিনমাথা অতিক্রম করার সময় রাস্তার মাঝখানে অবস্থিত গম্বুজঅলা ভবনের বাঁধার মুখে তীব্র যানজটে শিক্ষার্থীসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রথমে অল্প জায়গার উপর লাল সাল ুকাপড়ে ঢেকে মাজার প্রচার করে ধীরে ধীরে বিশাল জায়গা দখলে নিয়ে দীর্ঘ দু’দশক পর আজ এটি গম্বুজঅলা ‘পাঞ্জেরি মসজিদ ও মাজার’ পরিচিতি লাভ করেছে।

 

জনস্বার্থে চারারগোপের

মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলামও জনস্বার্থে এ ভবনটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন।
বঙ্গবন্ধু সড়কে সিটি কর্পোরেশন রোড ডিভাইডার নির্মাণ করে দিলেও সুষ্ঠু মেইনেন্সের অভাবে জনগণ এর সুফল পাচ্ছে না। রোড ডিভাইডার ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন কোন লোকবল নিয়োগ করবে কি না? সাপ্তাহিক বিষেরবাঁশী পত্রিকার সম্পাদক সুভাষ সাহার এমন প্রশ্নের উত্তরে মেয়র বলেন, যদিও বিষয়টি প্রশাসনের। তারপরও সিটি কর্পোরেশন রিকসা ও যন্ত্রচালিত যানবাহন চলাচলে সহযোগিতার জন্য লোকবল নিয়োগ করার উদ্যোগ নেবে। তবে, এবিষয়ে যাঁরা রিকসায় চড়েন তাঁদেরও দায়িত্ব রিকসা ওয়ালাকে রিকসা লাইনে চলতে বাধ্য করা।