আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কণ্ঠশিল্পী বেবী নাজনীন হাসপাতালে ভর্তি

কণ্ঠশিল্পী বেবী নাজনীন

কণ্ঠশিল্পী বেবী নাজনীন

সংবাদচর্চা রিপোর্ট:

সারা বাংলার  জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।১৭ জুলাই, মঙ্গলবার রাত আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ছোটভাই এনাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে গত দুই দিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন এই কণ্ঠশিল্পী। অবস্থা আরো অবনতির দিকে যাওয়ায় ইউনাইডেট হাসপাতালে নেয়া হয়।

বেবী নাজনিনের ৫০টির বেশি একক অ্যালবাম ও ৩৫০টি মিশ্র অ্যালবাম রয়েছে। চলচ্চিত্রে সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন তিনি।

এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলুর মতো অনেক প্রথিতযশা শিল্পীর সঙ্গে গান করেছেন বেবী। পাশাপাশি এই প্রজন্মের অনেক শিল্পীর সঙ্গেও গেয়েছেন তিনি।