আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) সংসদ নজরুল ইসলাম বাবু হাইপ্রেসার জনিত সমস্যায় অসুস্থ্ হয়ে পড়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন তৃতীয় তলায় করনারী কেয়ার ইউনিট (পিসিসিইউ)তে নিবির পর্যবেক্ষণে রয়েছেন।
তার সঙ্গে থাকা অলি জানান, এমপি নজরুল ইসলাম বাবু মঙ্গলবার দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করে । পরে তাকে দ্রুত ঢাকা ইউনাইটেড হাসাপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালের করনারী কেয়ার ইউনিট (পিসিসিইউ)তে নিবির পর্যবেক্ষণে রাখেন। বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, এমপির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এদিকে আড়াইহাজার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খবর পেয়ে ঢাকার ইউনাইটেড হাসাপাতালে ছুঁটে যাচ্ছে। তার সুস্থতা কামনা করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা দেশবাসী তথা আড়াইহাজারবাসীর কাছে দোয়া প্রার্থনা করছে।