সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনে বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে পুনরায় নির্বাচিত করার লক্ষে তারাব পৌর আ.লীগের নির্বাচন পরিচলনা কমিটি গঠন করা হয়েছে। ১২ জুলাই রূপসী গাজী ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
তারাব পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজ মোল্লার সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রণাঙ্গনের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী আ.লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে নৌকা বিজয়ী করতে হলে কোন গ্রুপিং চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে যে পরিমান উন্নয়ন হয়েছে তা প্রত্যেকটা ভোটারের কাছে তুলে ধরতে হবে।
রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, আমি আপনাদের টাকা দিতে পারি না কিন্তু ভালোবাসা দিতে পারি। নির্বাচনের আগে আমার দেওয়া ওয়াদা বাস্তবায়ন করেছি। আপনারা গ্যাস, বিদ্যুৎ, রাস্তা ঘাট,স্কুল কলেজ সবই পেয়েছেন।দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
এ সময় তারাব পৌর আ.লীগের নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জে রূপগঞ্জের মাটি গাজী সাহেবের ঘাটি। রূপগঞ্জে গাজী সাহেব আছে এবং গাজী সাহেব থাকব। বর্তমান সরকারের অামলে গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে রূপগঞ্জে সর্বক্ষেত্রে যে পরিমান উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোন সরকারের অামলে এতো উন্নয়ন হয়নি। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসন থেকে গোলাম দস্তগীর গাজীকে নৌকা মার্কা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী,প্যানেল মেয়র আমির হোসেন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ফিরোজ খান, সাপ্তাহিক রূপকন্ঠের সম্পাদক নজরুল চৌধুরী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন, সহ-সভাপতি জাকারিয়া মোল্লা, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন রাসেল, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আতিক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, হোসেন আহমেদ রাজিব, রাসেল শিকদার, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আজাবুর।