আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ার বিতর্কিত সার্জেন্ট মুমিনকে বদলি

সার্জেন্ট মুমিনকে বদলি

সার্জেন্ট মুমিনকে বদলি

বগুড়া প্রতিনিধি:
মাইক্রোবাস থামিয়ে ড্রাইভারকে পেটানো বগুড়ার বিতর্কিত সার্জেন্ট এমএ মুমিনকে অবশেষে নাটোরে বদলি করা হয়েছে। শুক্রবার (৬ জুলাই) বগুড়া সদর ট্রাফিকের ইন্সপেক্টর-১ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সার্জেন্ট এমএ মুমিন জেলার শিবগঞ্জের মোকামতলা বন্দরে দায়িত্বে ছিলেন।

এদিকে, বিতর্কিত সার্জেন্ট বদলির খবরে মোকামতলা বাজারে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে স্থানীয় ট্রাক চালক সমিতি ও ট্রাক শ্রমিকেরা মিষ্টি বিতরন করে। চালক সমিতির সহ সভাপতি সিরাজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মুঠোফোনে এতথ্য নিশ্চিত করেন।

সুত্রমতে, ১২ জুন মোকাতলার বাজার এলাকায় স্থানীয় পুলিশ ফাঁড়ির সার্জেন্ট এমএ মুমিন মাইক্রোবাস থামিয়ে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার উমেশ চন্দ্র রায়ের ছেলে ড্রাইভার লোকনাথ চন্দ্রকে বেধরক মারপিট করেন।

এ ঘটনায় ১৪ জুন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে, তোলপাড় সৃষ্টি হয়। এনিয়ে নওগার মাইক্রোবাস চালকেরা নজিপুর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। সার্জেন্ট মুমিনের একাধিক অনিয়মের সংবাদ প্রকাশিত হলে অবশেষে ৬ জুলাই বিতর্কিত সার্জেন্টকে নাটোরে বদলি করা হয়েছে। ফলে স্থানীয় ও চালকদের মাঝে স্বস্তি ফিরেছে।