আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানহানির মামলায় খালেদার জামিন নাকচ

মানহানির মামলায়

মানহানির মামলায়

সংবাদচর্চা রিপোর্ট:

স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে দায়েল করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দিয়েছে  আদালত।

বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম এই আদেশ দেন।

যুদ্ধাপরাধীদের মন্ত্রী করে জাতির মানহানি ও ‘মিথ্যা তথ্য দিয়ে’ জন্মদিন পালনের অভিযোগের ওই দুই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এ মামলা দুটি  ২০১৬ সালের ৩০ আগস্টও ৩ নভেম্বর করা হয়।

আদালতে খালেদার পক্ষে উপস্থিত ছিলেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আব্দুল্লাহ আবু।