আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসি-রোনালদো নয় নেইমার সেরা

নেইমার সেরা

নেইমার সেরা

নবকুমার:

নেইমারের সঙ্গে মেসি ও রোনালদোর  তুলনা চলে না। রাশিয়া বিশ্বকাপের  দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েছে আর্জেন্টিনা ও পতুর্গাল। এখন দর্শক হিসেবে বাকি বিশ্বকাপটা দেখতে হবে মেসি  রোনালদোকে ।  দলকে উপরে টেনে নিতে ব্যর্থ হয়েছেন মেসি ও রোনালদো। অন্যদিকে খোলস ছেড়ে বেরিয়ে এসে প্রায় ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছেন নেইমার।

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। এক গোল করার পাশাপাশি ফিরমিনোকে দিয়ে গোলও করিয়েছেন নেইমার। এনিয়ে বিশ্বকাপে ব্রাজিল তারকার গোল হলো ছয়টি। এই গোল করতে নেইমার গোলপোস্টে শট নিয়েছেন মাত্র ৩৮টি। এতো কম শট নিয়ে সাত গোলের রেকর্ড ফুটবল বিশ্বে বিরল।

বিশ্বকাপে গোল সংখ্যায় আজ মেসিকে ছাড়িয়ে গেলেন নেইমার। চারটি বিশ্বকাপ খেলে ছয়টি গোল করেন আর্জেন্টাইন তারকা। নিজের দ্বিতীয় বিশ্বকাপেই সাবেক ক্লাব সতীর্থকে ছাড়িয়ে গেলেন নেইমার। মেসিকে ছাড়িয়ে এখন রোনালদোর পাশে বসার অপেক্লেষায় ব্রাজিল তারকা। বিশ্বকাপে রোনালদোর গোল সাতটি।

একটা জায়গায় অবশ্য মেসি রোনালদোকে ছাড়িয়ে গেলেন নেইমার। ছয়টি গোল করতে মেসিকে গোলমুখে ৬৭টি শট নিতে হয়েছে। অন্যদিকে মেসির সমান গোল রোনালদো শট নিয়েছেন ৭৪টি। সেই তুলনায় অর্ধেকেরও কম শট নিয়ে সিনিয়র দুই গ্রেটকে ছাড়িয়ে গেলেন ব্রাজিল সেনসেশন। ছয় গোল করতে মোটের ওপর ৩৮টি শট নিতে হয়েছে পৃথিবীর সবচেয়ে দামি এই ফুটবলারকে।

গত অলেম্পিক গেমসছে ব্রাজিলকে ফুটবলে স্বর্ণ এনে দিয়েছে নেইমার। দলের হয়ে মেসির – রোনালদোকে পিছনে ফেলে নেইমার ভালো খেলা দেখাচ্ছে।