আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কৃষ্ণনগর গ্রামে গত রোববার গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে গতকাল সোমবার বিকেলে প্রবাসীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার কৃষ্ণনগর গ্রামের কুয়েত প্রবাসীর ইয়ার মোহাম্মদের বাড়িতে গত রোববার গভীর রাতে ১০/১৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকা, মুঠোফোন সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী ইয়াসমিন আরা ইতি বাদী হয়ে  সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ডাকাতির ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ