আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ-৩ আসনের ব্যাপকভাবে গণসংযোগ চালাচ্ছেন অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু

নারায়ণগঞ্জ-৩-আসনের-ব্যাপ

নারায়ণগঞ্জ-৩-আসনের-ব্যাপ

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী  বিরু  ইতোমধ্যে জনগণের কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রতিদিন সাধারণ জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন । জনগণও চাইছেন তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে। গতকাল শুক্রবার সকালে ১১ টায় জামপুর ইউনিয়নে তালতলা বাজার, মাঝেরচর, পেরাব বাজার আমবাগ এলাকায় গণসংযোগ করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী  বিরু ।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি এবার এ আসনে মনোনয়ন চাইবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী  বিরু নারায়ণগঞ্জ-৩ আসনের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে ব্যাপকভাবে গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তিনি কুশল বিনিময় করে দোয়া ও আর্শিবাদ চাইছেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছেন। পাশপাশি হোটেল-রেষ্টুরেন্ট, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে চলছে তাঁর গণসংযোগ।

এ নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের মানুষরা একটি মহলের কাছে জিম্মি হয়ে আছে, তাই আগামী নির্বাচনে এ আসনে সাধারণ জনগণ নৌকা মার্কার নতুন মুখকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়। নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী  বিরু  বলেন, এলাকায় আমি দিনরাত গণসংযোগ চালাচ্ছি। সাধারণ মানুষদের কাছেও ব্যাপক সাড়া পাচ্ছি।

আমার দল থেকে এবার আমি মনোনয়নপত্র পেলে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হব। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সেচ্ছাসেবকলীগের  সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, জামপুর  ইউনিয়ন আওয়ামীলীগের  ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খাঁন, জামপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন খান আবু,জামপুর ইউ পি সাবেক যুবলীগের সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক  সোহরাফ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন , জামপুর ইউ পি মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি , মুক্তিযোদ্ধা সিরাজুল হক, মুক্তিযোদ্ধা মনির হোসেন, মুক্তিযোদ্ধা শাহজাহান, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, জামপুর ইউ পি শ্রমিকলীগের সভাপতি মুছামিয়া, ওয়ার্ড আওঃলীগের সভাপতি সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম , তোফাজ্জল হোসেন মাস্টার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল আমিন, জামপুর ইউ পি  সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকু,সাধারণ সম্পাদক মোমেন মিয়া, যুবলীগনেতা কাজী মইন উদ্দিন, সহ সভাপতি হাজী আমির হোসেন, জামপুর ইউ পি ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক রানা ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আওলাত হোসেন, আওয়ামীলীগ নেতা ছালাম ভূইয়া , আবুল হোসেন, তাইজুদ্দিন মুন্সি, জাহাঙ্গির আলম জনি, শহিদুল্লাহ, সোহেল, যুবলীগনেতা খাইরুল, আওঃলীগনেতা বাতেন, মাহাবুব রহমান মিলন, মিন্টু, আলম,অমল চন্দ্র, ডেল্টাল ডা. রাশেদ আহমেদ, আব্দুল আলিম,আবুর হাসেম, আঃ লতিফ, আক্কেল আলী ,হযরত আলী , আওয়ামীলীগ নেতা সাগর চৌধুরী ,  রনি সহ সকল আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন  সহ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ