সংবাদচর্চা রিপোর্ট:
আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপে টানা দুই ম্যাচের ব্যর্থতায় এবারের আসরে থেকে ছিটকে যাওয়ার পথে রক্ষা পেয়েছে। ২৬ জুন মধ্যরাতে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচ শুরুর আগে মেসির কাঁধে ছিল আর্জেন্টিনার দায়িত্ব। মেসির ওপর চাপটা তো ছিল পর্বতের মতো। বরফের দেশ আইসল্যান্ড ওই খন্ড খন্ড বরফে গঠিত বিশাল পর্বতের চাপটা মেসির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। ক্রোয়েশিয়া ম্যাচেও সেই ভার হতে মুক্ত হতে পারেননি মেসি। মুক্ত করতে পারেননি তার দল আর্জেন্টিনাকেও। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে সে চাপ বেশিক্ষণ নিজের ওপর রাখলেন না বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। ম্যাচের শুরুতেই সব চাপ দিয়ে দিলেন নাইজেরিয়ার ঘাড়ে।
ম্যাচের তখন ১৪ মিনিট। মাঝমাঠ থেকে লম্বা পাস দিলেন ইভার বানেগা। বলটি নিজের থাইয়ের ওপর নিয়ে চোখ ধাঁধাঁনো নিয়ন্ত্রন নিলেন মেসি। বলও শুনল মেসির কথা। এরপর পা ছুঁইয়ে সামনে বাড়ালেন বল। তার পেছনে থাকা নাইজেরিয়া ডিফেন্ডার হয়ত লাভ হবে না জেনেও ধাওয়া করলেন মেসিকে। লাভ হলোও না। ডান পায়ের কোনাকুনি মেসির শট। তা থেকে গোল। আর্জেন্টিনা নিল ১-০ গোলের লিড। আর মেসি দৌড়ে গেলেন গ্যালারির কাছে। হাঁটু গেড়ে বসে ধন্যবাদ জানালেন ঈশ্বরকে।
কিন্তু মাশ্চেরানোর দৃষ্টিকটু ভুলে পেনাল্টি পেয়ে যায় নাইজেরিয়া। ম্যাচের ৫৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মোজেস। তবে ম্যাচের শেষ নায়ক হিসেবে নাম খেলা ছিল মার্কোস রোহোর। আর নাইজেরিয়ার বিপক্ষে ‘ডি’ গ্রুপের ম্যাচে সেন্ট পিটার্সবার্গে মঙ্গলবারের গোলে তিনি ‘মহানায়ক’। তার ৮৪ মিনিটের গোলে দল আবার ২-১ গোলের লিড নেয়। ওই গোলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে আর্জেন্টিনা।
আগামী ৩০ জুন আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপ সেরা ফ্রান্সের মুখোমুখি হবে।‘ডি’ গ্রুপ সেরা ক্রোয়েশিয়া খেলবে ‘সি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল ডেনমার্কের বিপক্ষে।