আজ বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে না আসা

মাদক নিয়ন্ত্রণে না আসা

সংবাদচর্চা রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,‘যেখানেই অবৈধ ব্যবসা, সেখানে অবৈধ টাকা, অবৈধ অস্ত্র। আর যেখানে অবৈধ অস্ত্র থাকে, সেখানে গোলাগুলি হতে পারে। গোলাগুলি শুরু হলে আমাদের নিরাপত্তা বাহিনীও বসে থাকে না। তারা তাদের জীবন রক্ষার্থে কাজটি শেষ করতে কখনও কখনও হয়তো গোলাগুলি করে থাকে।

সোমবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক মাদক বিরোধী অভিযানে অন্তত ২২ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সকলেই যথাযথ দায়িত্ব পালন করে শিগগিরই বাংলাদেশকে মাদক মুক্ত করতে পারবো । মাদকের বিরুদ্ধে যে অভিযান হচ্ছে তা অব্যাহত থাকবে। যে পর্যন্ত মাদক নিয়ন্ত্রণে না আনতে পারি, সে পর্যন্ত অভিযান চলবে।’

তিনি বলেন, ‘হত্যা করার উদ্দেশ্য সরকারের নেই। মাদক বিষয়ে যে তালিকা করা হয়েছে তা ৪-৫ টি গোয়েন্দা থেকে সংগ্রহ করেছি। ২-৩ টা লিস্টে যাদের কমন নাম আসছে তাদের কাছে যাচ্ছে। যারা আত্মসমর্পণ করছে মোবাইল কোর্ট বা অন্য ব্যবস্থায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মন্ত্রী  আরো বলেন, মাদক ব্যবসায়ীরা অবৈধ অস্ত্র ব্যবহার করছে। আর এ কারণেই আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হতাহতের ঘটনা ঘটছে

স্পন্সরেড আর্টিকেলঃ