সংবাদচর্চা রিপোর্ট:
ইতিহাসের নানা বাঁক পেরিয়ে ২৩ জুন ৭০ বছরে পা দিতে যাচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের হাতে গড়া আওয়ামী লীগ।
১৯৪৯ সালে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের যাত্রা শুরু। ওই বছরের ২৩ জুন পুরনো ঢাকার কেএম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।
আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বর্ধিত সভায় নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের চারজন এমপি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ,নজরুল ইসলাম বাবু ,শামীম ওসমান, সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বেগম বাবলী যোগ দিবেন।
এছাড়াও আ.লীগের কেন্দ্রী পরিষদের দুইজন সদস্য আনিসুর রহমান দিপু ও চন্দন শীল। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী , থানা ও উপজেল আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক যোগ দিবেন। যাবেন জেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান উপজেলা ও ভাইস চেয়ারম্যানগণ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদেরকে গণভবনের বর্ধিত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো এ ব্যাপারে সাধারণ সম্পাদকের সাথে আলোচনা হয় নি। তবে আগামীলকাল তাঁর সাথে আলোচনা করে গণভবনের বর্ধিত সভায় অংশগ্রহণ করবো। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি পালনের ব্যাপারে সবার সাথে আলোচনা করে উদ্যেগ গ্রহণ করা হবে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী প্রসঙ্গে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা বাংলাদেশের জেলা, মহানগর ও থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা ২৩ জুন গণভবনের বর্ধিত সভায় অংশগ্রহণ করবো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরেও বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।
এদিকে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবেও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য নিবেদন, সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন।
নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।