আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় “ব্রাজিলের বাড়িতে”খেলা দেখতে আসছে ব্রাজিলের তিন সাংবাদিক

ফতুল্লায় “ব্রাজিলের বাড়িতে”খেলা

ফতুল্লায় “ব্রাজিলের বাড়িতে”খেলা

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশে ব্রাজিলের সমর্থক কত তার জরিপ করতে গত ১৫ জুন ব্রাজিলের জনপ্রিয় টিভি চ্যানেল গ্লোব টিভির তিন সাংবাদিক বাংলাদেশে এসেছে। তারা হলেন ক্লেটন কনসার্ভানি, ইগর আব্রিুউ ও মাইকেল বেন্টো।  ইতোমধ্যে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমন করছে।

আজ বৃহষ্পতিবার ২১ জুন  বিকেলে ফতুল্লায় বিখ্যাত ব্রাজিল বাড়িতে যাবেন  সেখানেই উপভোগ করবেন ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ। ২৬ জুন তারা দেশে ফিরবেন। বাংলাদেশের ওপর করা রিপোর্টটি তাদের চ্যানেলের গ্লোব স্পোর্টে প্রথম প্রচারিত হবে রোববার সকালে। ব্রাজিলের অন্যতম জনপ্রিয় এ চ্যানেলের দর্শক সংখ্যা ৩০ মিলিয়নের ওপরে।

জানা গেছে ফতুল্লায় ব্রাজিলের বাজিতে ব্রাজিলের প্রতিনিধি দলের আগমনকে কেন্দ্র করে ফুটবল প্রেমিদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। সারা নারায়ণগঞ্জে ব্রাজিলের পতাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সড়কে ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছবি সহ সমর্থকদের ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন স্থান।

তবে ঢাকায় সফরররত ব্রাজিলের গ্লোব টিভির রিপোর্টার ক্লেটন কনসার্ভানির মতে, বাংলাদেশে ব্রাজিলের আবেগী সাপোর্টার ব্রাজিলের চেয়েও অনেক বেশী।