আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডোনাল্ট ট্রাম্প-কিম বৈঠকের ব্যয় ২ কোটি ডলার!

ডোনাল্ট ট্রাম্প-কিম বৈঠকের ব্যয়

ডোনাল্ট ট্রাম্প-কিম বৈঠকের ব্যয়

অনলাইন রিপোর্ট:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকে প্রায় দুই কোটি মার্কিন ডলার ব্যয় হবে। রবিবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং দেশটির গণমাধ্যমকে এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী লি বলেন, মোট অর্থের অর্ধেকটা ব্যয় হবে নিরাপত্তা খাতে। একটি আন্তর্জাতিক উদ্যোগ সফল করতে এই অর্থ ব্যয় করছে সিঙ্গাপুর। এটি সিঙ্গাপুরের জন্য একটি ইতিবাচক দিক। কারণ, এর মাধ্যমে আমাদের প্রচার হচ্ছে।

তিনি বলেন, এটি একটি হাই-প্রোফাইল বৈঠক। এ কারণে এখানে কোনো কিছু ভুল হবার মতো সুযোগ নেই।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সদস্যরা শুধু বৈঠকের ভেন্যুই ঘিরে রাখবে না পাশাপাশি আকাশ, জল, স্থলে যেকোনো ধরনের হামলা ঠেকাতে গভীর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের কাপেল্লা হোটেলে মঙ্গলবার বহু প্রত্যাশিত বৈঠকে মিলিত হবেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।