আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের সাথে সম্পাদকদের মতবিনিময়

মহাপরিচালকের সাথে সম্পাদকদের মতবিনিময়

 

 

মহাপরিচালকের সাথে সম্পাদকদের মতবিনিময়

সংবাদচর্চা রিপোর্ট:

জাতীয় ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ ই জুন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলম।

প্রধান অতিথির  বক্তৃতায় শাহ আলম সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিশু ও নারীদের বিষয়ে একটু যত্নসহকারে সম্পাদনা করবেন। ধর্ষিতার রূপের ও স্থানের বর্ণনা করা দরকার নেই। কত সময় যাবত ধর্ষণ করা হয়েছে তা উল্লেখ করবেন না।

শাহ আলম শিশুদের খবর প্রকাশ সম্পর্কে বলেন, পিস্তলের ছবি বা ভিডিও শিশুদের দেখাবেন না। শিশুদের মেধা বিকাশে সমস্যা হয় এমন কোন কাজ করবেন না। শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক বিশেষ খবর প্রকাশ করবেন। প্রতিটা অফিসে নারী সাংবাদিক নিয়োগ দান করবেন।

সংলাপে অন্য বক্তারা বলেন, শিশু ও নারীদের উন্নয়নে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। কোন কাজ করার আগে স্বামী স্ত্রীর পরামর্শ করে করতে হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী বৈষম্য দূর করতে হবে।

সভায় বক্তারা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকে সংবাদ প্রকাশ ও পরিবেশনের ক্ষেত্রে শিশু ও নারীর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

নারায়ণগঞ্জে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূল যোগাযোগ কার্যক্রম ৫ পর্যায়ের একটি প্রকল্প রয়েছে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি রূমন রেজা, হাবীবুর রহমান বাদল, সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খান,সাবেক সাধারণ সম্পাদক আবু সউদ মাসুদ, বিমান ভট্টাচার্য, আরিফ আলম দিপুসহ স্থানীয় দৈনিক ও অনলাইনের বর্তা সম্পাদক সহ সম্পাদক বৃন্দ।

সর্বশেষ সংবাদ