আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় ট্রাকের ধাক্কায় রিক্সা‌রোহী নিহত চালক আহত

রিক্সা‌রোহী নিহত

রিক্সা‌রোহী নিহত

 

নিজস্ব প্র‌তি‌বেদক:
ফতুল্লার পুলিশ লাইন স্কুলের সামনে বেপ‌রোয়া গ‌তির ট্রা‌কের ধাক্কায় ঘটনাস্থ‌লেই রিক্সা‌রোহী এক যুবক (৩৫) নিহত হ‌য়ে‌ছে। গুরুতর আহত হ‌য়ে‌ছে রিক্সাচালক।
বুধবার (৬ জুন) রাত সা‌ড়ে দশটার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত যুব‌কের নাম সুমন ‌সে দেওভোগ বেপারীপাড়া এলাকার বা‌সিন্দা।
ঘাতক ট্রাক‌টি‌কে আটক করা হ‌য়ে‌ছে ত‌বে এর চালক পলাতক র‌য়ে‌ছে।
নিহত সুম‌নের প‌কে‌টে থাকা মোবাইল ফো‌নের মাধ্য‌মে পু‌লিশ তার প‌রিবা‌রের সা‌থে যোগা‌যোগ কর‌লে সুম‌নের পিতা এ‌সে লাশ সনাক্ত ক‌রে।
রিক্সা চালককে আশঙ্কাজনক অবস্থায় খানপুর ৩ শ’ শয্যা হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
ঘটনাস্থ‌লে যাওয়া ফতুল্লা ম‌ডেল থানার উপ প‌রিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, ঘটনাটি ঘটে রাত ১০ টা ৩০ মিনিটে। ঘটনাস্থ‌লে রিক্সা যাত্রী নিহত হয়। রিক্সাচালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ক‌রে খানপুর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এই ঘটনায় ঘাতক ট্রাক‌টি‌কে আটক করা হ‌লেও এর চালক পলাতক র‌য়ে‌ছে।