সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ ই জুন উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-0১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে বর্তমান সরকারের আমলে ২ হাজার প্লটের ব্যবস্থা করেছি। কোন প্লট বরাদ্দে কোন প্রকার অনিয়ম হয় নাই। অতীতে অনেক এমপি মন্ত্রী রূপগঞ্জে ছিলো তারা কেউ অাদিবাসিদের জন্য কাজ করে নাই।
গোলাম দস্তগীর গাজী আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একটি চক্র প্লট বরাদ্দ নিয়ে মিথ্যাচার শুরু করে দিয়েছে। আপনারা কোন প্রকার ষড়যন্ত্রে কান দেবেন না। নৌকাকে বিজয়ের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার প্রধান সমন্বয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোঃ সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে.এম.রেজাউল করিম মাঞ্জু, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের মোঃ মুশফিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নাদিম, রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হাসান খোকন।
রূপগঞ্জ থানা যুবলীগের সদস্য মোঃ রিটন প্রধান সার্বিক ব্যাবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ প্রমুখ।