আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবলীগ নেতা মরহুম নাজমুলের স্মরণে যুবলীগের ইফতার পার্টি

নাজমুলের-স্মরণে-যুবলীগের

নাজমুলের-স্মরণে-যুবলীগের

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি মরহুম নাজমুল হাসান ভূইয়া মাসুমের স্মরণে আলোচনা সভা ও ইফতার পার্টি  অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ জুন তারাব পৌর যুবলীগের উদ্যোগে শোকসভা ও ইফতার পার্টি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, মানব জীবন ক্ষণস্থায়ী । সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে । এমন কাজ করতে হবে মরলে তার স্মৃতি যুগ যুগ ধরে নতুন প্রজন্ম স্মরণ করবে । যুবনেতা নাজমুল আমাদের অতিপরিশ্রমী নেতা ছিলো। আল্লাহ তাকে যেন বেহেস্ত দান করেন ।

রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তারাব পৌর মেয়র হাছিনা গাজী,যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা,সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভূইয়া,রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, তারাব পৌর আ.লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভূইয়া, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা।রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,

তারাব পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাঞ্জারি আলম টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর আনোয়ার হোসেন,আতিক হোসেন,মনির হোসেন, নজরুল ইসলাম মফিজ, রাসেল সিকদার,তারাব পৌর যুবলীগের সহ-সভাপতি জাকারিয়া মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেল, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, আ.লীগ নেতা  মোকলেছুর রহমান ভূইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রিপন, তারাব পৌর যুবলীগ নেতা আজাবুর, তারাব সড়ক পরিবহনের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রতন, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের কর্মী-সমর্থকরা।

সর্বশেষ সংবাদ