আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীর্ষ নেতৃবৃন্দকে বক্তব্য দিতে না দেয়ায় জেলা আ’লীগের ইফতার পার্টিতে হট্টগোল

ইফতার পার্টিতে হট্টগোল

ইফতার পার্টিতে হট্টগোল

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ইফতার পার্টিতে অনেকেই বক্তব্য দিতে পারলেও শীর্ষ অনেক নেতাদের বক্তব্য দেয়ার ক্ষেত্রে কৃপনতা করা হয়েছে এমন অভিযোগ করলেন ইফতার পার্টিতে আসা অনেক নেতাকর্মী।
আর বক্তব্য দিতে না দেয়ায় সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের সাথে বাক বিতন্ডা করে জেলা আওয়ামীলীগের ইফতার পার্টি থেকে বেরিয়ে গিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু।
ইফতারের ঠিক আগ মুহুর্ত্বে বক্তব্য দেন আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক। এরপর বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। এরপর মাইকে ঘোষণা করা হয় আজ বক্তব্য অনেকের দেয়ার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে ইব্রাহীম চেঙ্গিস, ডা.আবু জাফর চৌধুরী বিরু সহ অনেকেই বক্তব্য দিতে পারবেন না। এখন বক্তব্য প্রধান করবেন প্রধান অতিথি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার।
এ ঘোষণা দেয়ার পরপরই মাইকের সামনে সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে বিরু তড়িঘড়ি করে নারায়ণগঞ্জ ক্লাবে জেলা আওয়ামীলীগের ইফতার পার্টি থেকে বের হয়ে যান। প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এবং ইফতার চলাকালীন সময়ে তিনি আর ফিরে আসেন নি।
ব্যক্তিগত কাজে বের হয়ে আসেন জানিয়ে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আবু জাফর চৌধুরী বিরু বলেন, আসলে এমন কোন বিষয় না। আমি ব্যক্তিগত কাজে বের হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আবার নারায়ণগঞ্জ ক্লাবে গিয়েছি। আমার লোকজন ইফতার করেছে সেখানে।
উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের ইফতার পার্টিতে কমিটির মুষ্ঠিমেয় নেতা অংশগ্রহণ করে। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, সাবেক রাষ্ট্রদুত মমতাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হামিদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) শরফুদ্দীন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক মহোসীন মিয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ